চাঁদপুরে এক কলেজছাত্রীকে অপরহণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল হান্নান এই রায় দেন।
অপরহণ ও ধর্ষণের শিকার কলেজছাত্রীর বাড়ি জেলার কচুয়া উপজেলায়। তিনি পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্ত বিশ্বনাথ চন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থানার দড়িয়া দৌলত মুল্লক গ্রামের মতিলাল চন্দ্র দাসের ছেলে।
Advertisement
মামলার বিবরণ থেকে জানা গেছে, আসামি তার কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করেন। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। এরপর ৯ অক্টোবর ওই তরুণী ফোন করে তার চাচাকে অপহরণের বিষয়টি জানান।
এ ঘটনায় কলেজছাত্রীর চাচা ৯ অক্টোবর মতলব দক্ষিণ থানায় মামলা করেন। একই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
সরকার পক্ষের বিশেষ কৌঁসুলি শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় চারজনের সাক্ষ্য নেন আদালত। আসামির অনপস্থিতিতে বিচারক আজ রায় ঘোষণা করেন।
শরীফুল ইসলাম/এসআর/জেআইএম
Advertisement