দেশজুড়ে

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ কিট পাওয়ায় হাসপাতাল মালিককে জরিমানা

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ কিট পাওয়ায় হাসপাতাল মালিককে জরিমানা

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট এবং কিট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে শহরের বিপনীবাগ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বিপনীবাগ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও কিট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সহায়তা করে।

Advertisement

শরীফুল ইসলাম/জেডএইচ/জেআইএম