দেশজুড়ে

খুলনায় করোনা ভাইরাসে দুজনের মৃত্যু

খুলনায় করোনা ভাইরাসে দুজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুদিনে দুই রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খালিশপুরের রতিকান্ত ডাকুয়া (৮৫) নামে একজন মারা যান।

এরপর বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মো. রকমান (২৫) নামে এক যুবকের।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, বুধবার রাত সাড়ে ১১টায় মো. রকমান নামে এক যুবক খুমেক হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এছাড়া হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রতিকান্ত ডাকুয়া নামে একজন বৃদ্ধের মৃত্যু হয়।

Advertisement

আরিফুর রহমান/জেডএইচ/জিকেএস