দেশজুড়ে

পঞ্চগড় সীমান্তে আরও ১৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

পঞ্চগড় সীমান্তে আরও ১৭ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে নারীসহ আবারও ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Advertisement

বুধবার (৩০ জুলাই) গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গাল পাড়া ও তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে তাদের পাঠানো হয়। এদের মধ্যে আটজন পুরুষ ও নয়জন নারী।

বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাঙ্গাল পাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ২ নং সাব পিলার এলাকা দিয়ে ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। কাছাকাছি সময়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভজনপুর সীমান্তের মেইন পিলার ৪২৮ এলাকা দিয়ে আরও সাতজনকে পাঠানো হয়। পরে বাংলাদেশের ভেতরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, বাঙ্গালপাড়া সীমান্তে আটকদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি নাগরিক পরিচয় নিশ্চিত হলে আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

গত দুই-তিন মাসে নয় দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৪০ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

সফিকুল আলম/জেডএইচ/জেআইএম