চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে (৬২) নোয়াখালীর হাতিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০টি ককটেল জব্দ করা হয়।
Advertisement
বৃস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার ১৫-১৬ জন সহযোগী পালিয়ে যান।
আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বেদনকে ১০টি ককটেলসহ আটক করা হয়। এসময় তার আরও ১৫-১৬ সহযোগী পালিয়ে যান। তারা সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
Advertisement
ওসি আরও বলেন, আটক আলাউদ্দিন বেদনসহ তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আলাউদ্দিনের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস
Advertisement