চলতি বছরের জুনের তুলনায় জুলাইয়ে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় আহত ৫৯৩ জন ও নিহত হয়েছেন ৯ জন। যেখানে আগের মাস জুনে আহত ৪৩০ আর নিহত ছিল ৮ জন।
Advertisement
এছাড়া জুনে রাজনৈতিক সহিংসতার ঘটনা ছিল ৪৫টি, জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৪৮টি। জুলাইয়ে গণপিটুনিতে ১৬ জন মারা গেছেন। মাসজুড়ে গণপিটুনি ঘটনা ঘটে ৫১টি।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পক্ষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের এ তথ্য তুলে ধরা হয়।
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে এ মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন প্রকাশ করে এমএসএফ।
Advertisement
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, জুনে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ছিল ৮টি, জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৯টি। জুলাইয়ে সীমান্তে ৯ জন নিহত, কারা হেফাজতে ১০ জন ও গণপিটুনিতে ১৬ জন মারা গেছেন। মাসজুড়ে গণপিটুনি ঘটনা ঘটে ৫১টি।
এর আগে মাস গত জুনে কারা হেফাজতে মারা যান ৫ জন। গণপিটুনির ঘটনা ৪১টি, নিহত ১৩ জন।
জুলাইয়ে ৩৫২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। মাসজুড়ে ধর্ষণের ঘটনা ৫৬টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৮টি, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে ৭টি। জুলাইয়ে ৫১টি অজ্ঞাতপরিচয় মরদেহ পাওয়া গেছে।
এসএম/এমকেআর/জিকেএস
Advertisement