জাতীয়

ঢাকায় টানা ৫ দিন বৃষ্টির আভাস

ঢাকায় টানা ৫ দিন বৃষ্টির আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ঢাকায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। রাজধানীতে এই বৃষ্টিপাত বজায় থাকতে পারে আরও পাঁচদিন।

Advertisement

বৃহস্পতিবার (৩১ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকায় কাল থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এ সময় সারাদেশে গরম কম থাকতে পারে। গতকাল (বুধবার) রাজধানীতে বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।

আরও পড়ুন তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস, ভূমিধসের আশঙ্কা সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু এখন সক্রিয়। সক্রিয়তা কমে এলে বৃষ্টিপাত কমতে পারে। এর আগে দেশজুড়ে বৃষ্টি হবে। উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আরএএস/এএমএ/এএসএম