জাতীয়

হালাল মাংসের বাজারে বাংলাদেশের বড় সম্ভাবনা: প্রধান উপদেষ্টা

হালাল মাংসের বাজারে বাংলাদেশের বড় সম্ভাবনা: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হালাল মাংসের বাজারে বাংলাদেশের বড় সম্ভাবনা আছে। তিনি বলেন, মালয়েশিয়া, যারা হালাল মাংসের বিশ্বনেতা তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। আমাদের অবশ্যই সে সুযোগ কাজে লাগাতে হবে।

Advertisement

বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রাণিসম্পদ নিয়ে আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, খাদ্য সংকট, রোগবালাই ও উচ্চমূল্যের ভ্যাকসিন এখনো গবাদিপশু খামারিদের জন্য বড় চ্যালেঞ্জ।

পশুখাদ্য ও ভ্যাকসিন দেশে উৎপাদনের উপায় বের করতে হবে। এটাই খরচ কমিয়ে স্বনির্ভর হওয়ার একমাত্র পথ।

Advertisement

এমইউ/এমআইএইচএস/জিকেএস