বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে চিত্রায়িত হলো সংগীতশিল্পী ফাহিম ফয়সালের নতুন সূফি গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’। বাংলা, ইংরেজি ও আরবি এই তিনটি ভাষায় শোনা যাবে গানটি। সাঈদ চৌধুরীর গীতিকবিতায় এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজে। গানে দেখা যাবে শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন নানান স্থান।
Advertisement
মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি এই গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। গানটি নির্মাণের শুরু থেকেই চেয়েছি প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন কোন লোকেশনে এর শুটিং করবো। এরজন্য বেশকিছু লোকেশন দেখার পর সিদ্ধান্ত নেই গানটির চিত্রায়ণ করবো শ্রীমঙ্গলে। কারণ বছরের এই সময়টায় শ্রীমঙ্গলের অসাধারণ রূপ ও চমৎকার আবহাওয়া থাকে। তাই সুন্দর একটি পরিকল্পনা করে গানটি চিত্রায়ণ করে ফেলি। আশা করি এই গানের কথা, সুর, সঙ্গীত, গায়কী এবং চিত্রায়ন শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
ফাহিম ফয়সাল আরও জানান, তার স্টুডিওতে নিয়মিত নতুন নতুন গান নির্মাণ হচ্ছে। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে।
দর্শক-শ্রোতারা ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’ গানটির মিউজিক ভিডিও দেখতে পাবেন ফাহিম ফয়সালের ইউটিউব চ্যানেল ‘ফাহিম ফয়সাল অফিসিয়াল’ এ (www.youtube.com/@FahimFaisalOfficial)। এছাড়াও শ্রোতারা বাংলা, ইংরেজি ও আরবি এই তিন ভাষায় গানটির অডিও শুনতে ও ডাউনলোড করতে পারবেন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ডিজারসহ সকল প্ল্যাটফর্ম হতেও।
Advertisement
এলআইএ/জিকেএস