স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন।
দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।
আরও পড়ুন
Advertisement
এর আগে গত ১৩ মার্চ রাজধানীর সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে গ্র্যাজুয়েশন করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
ওইদিন প্রেস সচিব বলেন, এলডিসি থেকে উত্তরণের ফলে যেসব চ্যালেঞ্জ আসবে তা মোকাবিলার জন্য এখন থেকেই সরকার প্রস্তুতি নেবে। বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা আরও বাড়াবে।
এমইউ/ইএ/এমএস
Advertisement