মাদরাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা।
Advertisement
বুধবার (৩০ জুলাই) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ((ইএসআইএফ) পূরণ রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করে বিলম্ব ফিসহ আগামী ২৮ আগস্টের মধ্যে জমা দিতে হবে। তথ্য (ইএসআইএফ) এন্ট্রির সর্বশেষ সময় ৩১ আগস্ট।
এতে আরও বলা হয়, শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।
Advertisement
এএএইচ/জেএইচ/জেআইএম