ফেসবুক খুললেই কয়েকদিন ধরে একটি পোস্ট চোখে পড়ছে। নিউজফিড স্ক্রল করলেই দেখা যাচ্ছে সবাই গড়পড়তা পোস্টটি তাদের প্রোফাইলে পোস্ট করছেন। নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে কিংবা আপনিও হয়তো পোস্ট করেছেন এরই মধ্যে।
Advertisement
সবাই তাদের ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকের কাছ থেকে সুরক্ষিত রাখতে চায়। তার অনুমতি ব্যতিত যেন ফেসবুক ব্যবহারকারীর ছবি-ভিডিও না নিতে পারে তাই এই পোস্ট করা। সেখানে লেখা আছে, ‘আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না।
আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।
এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, ‘কপি’ দেখা যাবে। ‘কপি’ তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, ‘পেস্ট’ দেখাবে – ‘পেস্ট’ এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।
Advertisement
৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে। আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।’
কিন্তু এটি আদতে কতটা সত্যি তা জানেন কি? ‘হুজুগে বাঙালি’ একটা কথা আছে, যে তারা যা দেখে সেখানেই গা ভাসায়। এখন ট্রেন্ডে গা ভাসানোই যেন ট্রেন্ড। তা না হলে এমন একটি পোস্ট এভাবে সবাই পোস্ট করত না। সাধারণ চোখেই বোঝা যাচ্ছে এটি কোনোভাবেই কোনো কার্যকর উপায় নয়। ফেসবুক কখনোই আপনার ছবি-ভিডিও আপনার অনুমতি ছাড়া ব্যবহার করবে না। আর ফেসবুক এমন কোনো ক্যাম্পেইন বা নিয়মও চালু করেনি। ফেসবুকের যে কোনো নতুন নিয়ম তারা তাদের অফিশিয়াল পেজে জানিয়ে দেয় এবং প্রয়োজনে ব্যবহারকারীকেও নোটিফিকেশন পাঠায়।
মেটার টার্মস অব সার্ভিস বলছে, তারা বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে না। এছাড়াও নাম, ই-মেইল আইডি বা অন্য তথ্য কোনো ব্যক্তির অনুমতি ছাড়া বিজ্ঞাপনদাতাদের বিক্রি করে না তারা। কোনো ব্যক্তি যখন ফেসবুকে তার অ্যাকাউন্ট খোলে তখনই সে একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ অ্যাক্সেপ্ট করে। ফলে পরবর্তীতে কোনো পোস্ট কপি পেস্ট করে খুব বেশি লাভ হবে না।
এর আগে ২০২১ সালেও এমন ঘটনা ঘটেছিল। তবে কোনো ফেসবুক ব্যবহারকারী তার অ্যাকাউন্টের প্রাইভেসি অপশনে গিয়ে প্রোফাইলকে তিনি আরও বেশি সুরক্ষিত করতে পারবেন। তাই ফেসবুকে যা ছড়াচ্ছে এই মুহূর্তে তা একেবারেই সঠিক নয়। আর এই ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন খবরের থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে।
Advertisement
আরও পড়ুন
ফেসবুক অ্যাকাউন্টকে পেজে রূপান্তরিত করবেন যেভাবে রিলস হিসেবে দেখাবে ফেসবুকের সব ভিডিওকেএসকে/এমএস