খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র কোথায় কখন, যা জানা গেল

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র কোথায় কখন, যা জানা গেল

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রেই। এই বিশ্ব টুর্নামেন্টকে সামনে বহু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অর্থনৈতিকভাবে বিশ্বের সমৃদ্ধ দেশটি। ঢেলে সাজানো এক ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট দেখার জন্য মুখিয়ে আছেন ক্রীড়ামোদীরাও।

Advertisement

সবারই জানার আগ্রহ, কোথায়-কখন অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এই টুর্নামেন্টের ড্র। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-কে একাধিক সূত্র জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিখ্যাত শহর লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ড্র।

সূত্রগুলো জানিয়েছে, ৩২ দলের পরিবর্তে ৪৮ দল নিয়ে সম্প্রসারিত এই টুর্নামেন্টের জন্য কানাডা ও মেক্সিকোর ভেন্যুগুলো বাদ পড়ায় ড্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের লাস ভেগাসই চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুন-

Advertisement

উরুগুয়ের জালে ৫ গোল দিয়ে আবারও ফাইনালে ব্রাজিল মেসিদের লিগে যোগ দিলেন মুলার

মেক্সিকোর পক্ষ থেকে বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্পের আয়োজক হতে আগ্রহী পাচুকা ক্লাবের নির্বাহী পেদ্রো সেদিলো ইএসপিএন-কে বলেন, আমার যতদূর জানা, ৫ ডিসেম্বরেই ড্র অনুষ্ঠিত হবে, অথবা ডিসেম্বরের শুরুতেই। আমি বুঝতে পেরেছি এটি লাস ভেগাসে অনুষ্ঠিত হবে এবং সেখানেই আমাদের উপস্থিত থাকতে হবে। যাতে আমরা পাচুকা শহর, হিদালগো রাজ্য এবং আমাদের দুটি ভেন্যু সম্পর্কে তথ্য তুলে ধরতে পারি।

এর আগে ১৯৯৪ সালে শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। সে সময়ও ড্র অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে এবার ৫ ডিসেম্বরের জন্য ওই ভেন্যু সহ বেশ কিছু জায়গা আগেই বুক হয়ে গেছে।

লাস ভেগাসের কনভেনশন সেন্টারে ৫৪,০০০ বর্গমিটার বিশাল স্ক্রিন এবং ১৭,৫০০ দর্শকের ধারণক্ষমতা রয়েছে। যদিও স্থানীয় ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, ড্রটি সেখানে অনুষ্ঠিত হবে না।

 এমএইচ/

Advertisement