ক্যাম্পাস

আচরণ বিধি ভঙ্গ করলে ২০ হাজার টাকা জরিমানা

আচরণ বিধি ভঙ্গ করলে ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থীদের সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ রাষ্ট্রীয় বা বিশ্ববিদ্যালয়ের আইনে নির্ধারিত অন্যান্য শাস্তি দেওয়া হতে পারে। রিটার্নিং অফিসার কর্তৃক লিখিত অভিযোগ প্রাপ্তি ও তদন্তের ভিত্তিতে কিংবা প্রয়োজনে স্বপ্রণোদিতভাবেও এসব ব্যবস্থা নেওয়া যাবে।

Advertisement

নির্বাচনী আচরণ বিধিমালায় বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের সময় কোনো প্রকার মিছিল, শোডাউন করা যাবে না এবং কোনো প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে আসতে পারবেন না। এছাড়া যানবাহন, ব্যান্ড পার্টি, মোটরসাইকেল ব্যবহার করে প্রচারণা নিষিদ্ধ। ভোটের দিন ভোটার পরিবহনের জন্য যানবাহন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রচারে সব প্রার্থী সমান সুযোগ পেলেও প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং রাত ১০টার পরে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচার, গুজব, ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহননের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সভা, সমাবেশ বা শোভাযাত্রা আয়োজনের জন্য রিটার্নিং অফিসারের অনুমতি আবশ্যক এবং অনুমোদিত স্থান ব্যতীত অন্য কোথাও সভা বা মিছিল করা যাবে না। শ্রেণিকক্ষ, পাঠাগার বা উপাসনালয় এলাকায় প্রচার চালানো নিষিদ্ধ।

Advertisement

আরও পড়ুন:

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, হলে প্রবেশে কড়াকড়ি

এছাড়া আলোকসজ্জা, তোরণ, ক্যাম্প, গেট নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ, তবে অস্থায়ীভাবে প্যান্ডেল স্থাপন করা যাবে নির্ধারিত নিয়মে। ভোটারদের কোনো রকম খাদ্য, পানীয়, উপহার বা পোশাক প্রদান করা যাবে না। ভোটকেন্দ্রে প্রবেশের পর মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারও নিষিদ্ধ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএআর/এসএনআর/এমএস

Advertisement