রাজনীতি

বিএনপির চিকিৎসক সংগঠনের ৮ নেতাকে অব্যাহতি

বিএনপির চিকিৎসক সংগঠনের ৮ নেতাকে অব্যাহতি

দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংস্কৃতি পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর আট নেতাকে অব্যাহতি দিয়েছে দলটি।

Advertisement

যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন, ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাভলু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফিন রেজানুর রশীদ, ডা. এম এ কামাল, ডা. সাজেদ, ডা. শাওন ও ডা. রাকিব।

একইসঙ্গে জানানো হয়েছে, ভবিষ্যতে ড্যাব বা এর অংশীজন কোনো সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য হিসেবেও তারা বিএনপির কোনো পর্যায়ে দায়িত্ব পালন করতে পারবেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

দলটি জানায়, উল্লিখিত চিকিৎসকদের কেউ সংগঠনের অনুমোদন ছাড়াই বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন, যা ড্যাবের গঠনতন্ত্র ও বিএনপির শৃঙ্খলার পরিপন্থি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসইউজে/এসএনআর/এমএস