রাজনীতি

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত সময়েই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে কিছু মতবিরোধ থাকবেই। কিন্তু সামান্য বিরোধকে বড় করে জাতির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে।

জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত হোক সেই দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রের গভীর থেকে সংস্কার করতে হবে, নইলে আবার স্বৈরাচার ফিরে আসবে।

Advertisement

দ্রুতই জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা খুবই জরুরি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটা বিষয় আমাদের সবার মনে রাখা প্রয়োজন। জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন একটা সরকার খুবই জরুরি। আমরা আশা করছি, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, আমাদের পুনর্জন্মের মাস উল্লেখ করে ফখরুল আরও বলেন, ভবিষ্যতের এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে আমাদের তরুণরা সহযোগিতা করবেন, যে বাংলাদেশে সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষ তার অধিকার নিয়ে একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবে এবং আমাদের শিশুদের আর এভাবে প্রাণ দিতে হবে না।

কেএইচ/এমএসএম

Advertisement