জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ৪ দিনব্যাপী বই প্রদর্শনী ও বিক্রির আয়োজন করেছে বাংলা একাডেমি। ২৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলায় (বিক্রয়কেন্দ্রের সামনে) এ আয়োজন করা হয়েছে।
Advertisement
২৬ জুলাই সকাল ১১টায় বই প্রদর্শনী ও বিক্রয়ের উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বাংলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন
চাঁদপুর সাহিত্য পরিষদের ১৭ সদস্যের কমিটি গঠন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৪ জনএ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সচিব ড. মো. সেলিম রেজাসহ পরিচালক ও উপপরিচালকরা উপস্থিত ছিলেন।
Advertisement
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বই প্রদর্শনী ও বিক্রি চলবে ২৬ জুলাই থেকে ২৯ জুলাই প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত রেখেছে কর্তৃপক্ষ।
এসইউ/এমএস