দেশজুড়ে

কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের নাম পরিবর্তন

কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের নাম পরিবর্তন

বিজিবির ব্যবস্থাপনায় পরিচালিত ‘কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলে’র নাম পরিবর্তন করা হয়েছে। স্কুলটির নতুন নাম হয়েছে ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল, কক্সবাজার’।

Advertisement

বুধবার (২৩ জুলাই) বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান এ নাম ঘোষণা করেন।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, অসামান্য ত্যাগ ও দেশপ্রেমের জন্য স্মরণীয় শহীদ এলাহী মনজুর চৌধুরী। তার স্মৃতি ধরে রাখতেই স্কুলটির নাম পরিবর্তন করে শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল করা হয়েছে।

স্কুলটির নামফলক উন্মোচন অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, কক্সবাজার জেলার বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী, গণমাধ্যম কর্মী, শিক্ষার্থীদের অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

সায়ীদ আলমগীর/জেডএইচ/এমএস