সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। মঙ্গলবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
Advertisement
এদিকে ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ ও আলোচনা। এ বিষয়ে বিভিন্ন শিল্পী ও পরিচালকগণ তাদের উদ্বেগ ও মানবিক সংবেদনশীলতা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার করছেন। এবার এ প্রসঙ্গে সরব হলেন অভিনেতা আরশ খান।
নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মাননীয় উপদেষ্টা, বিখ্যাত শিল্পী-পরিচালক যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন উনারা মানুষ। তাদের পরিবারে ও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘যেহেতু আপনাদের দেওয়া তথ্য অভিভাবক ও ছাত্রদের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ মেলে না, তাই আমরা এক ধরনের ধোঁয়াশায় আছি। এটা কি ভুলবশত ছড়ানো কোনো পোস্ট, নাকি সম্মিলিত কোনো চক্রান্ত সেসব তদন্ত করে দোষীদের চিহ্নিত করুন এবং প্রকৃত তথ্য জাতিকে জানান।’
Advertisement
আরশ খান তার পোস্টের শেষে উপদেষ্টাদের প্রতি অনুরোধ জানিয়ে লেখেন, ‘ভুল তথ্য যেন আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছ থেকেও আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’
তার এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, জনসচেতনতা তৈরি এবং গুজব প্রতিরোধে এরকম দায়িত্বশীল মন্তব্য অত্যন্ত জরুরি।
প্রসঙ্গত, বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ ও পটভূমি জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এলআইএ/এএসএম
Advertisement