রাজধানীর মুগদা হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় দুইবাসের চাপায় পড়ে আতিকুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন।
Advertisement
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে তাসিন আহমেদ জানান, আমার বাবা সকালের দিকে মুগদা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে তাকে মুগদা হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছ।
Advertisement
আতিকুরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুলে।
কাজী আল-আমিন/জেএইচ/জেআইএম