বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে বুধবার শুরু হচ্ছে উশুর অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতা। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
Advertisement
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার সকাল ১১টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।
এবারের জাতীয় প্রতিযোগিতায় সেনা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিকেএসপিসহ মোট ২৮টি দলের ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
পুরুষ ও নারী মিলিয়ে মোট ২৭টি স্বর্ণপদক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে সান্দা ফাইট ইভেন্টে ১৯টি ইভেন্ট (পুরুষ ১০, নারী ৯টি) এবং তাওলু ইভেন্টে ৮টি ইভেন্ট (পুরুষ ৪, নারী ৪টি)। সবমিলিয়ে বিজয়ীদের মাঝে ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) বিতরণ করা হবে।
Advertisement
এবারের বিশেষ আকর্ষণ হিসেবে স্বর্ণপদক জয়ী ২৭ জন খেলোয়াড়কে প্রাণ গ্রুপের সৌজন্যে ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হবে। দলীয় ইভেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারীকে টিশার্ট এবং সনদপত্র প্রদান করা হবে। ফেডারেশনের পক্ষ থেকে সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের থাকা ও খাওয়ার পূর্ণ ব্যবস্থা করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠান ২৭ জুলাই (রোববার) বিকেল ৪টায়, একই ভেন্যুতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লী শাওপেং।
বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্রীড়াবিদদের প্রস্তুত করা। বিশেষ করে ইসলামিক সলিডারিটি গেমস ও সাউথ এশিয়ান গেমসের মতো টুর্নামেন্টকে সামনে রেখে আমরা প্রস্তুতির নিচ্ছি। এই প্রতিযোগিতা থেকেই সামনের আন্তর্জাতিক প্রতিযোগিতার খেলোয়াড় খুঁজে বের করা হবে।'
এই প্রতিযোগিতা শুধু পদক জয়ের লড়াই নয়, বরং এটা ভবিষ্যতের উশুর প্রতিভাবান তারকা খুঁজে বের করার দারুণ সুযোগ।
Advertisement
উল্লেখ্য, আগামী ১ আগস্ট থেকে মিরপুর ক্রীড়া পল্লীতে উশুর আবাসিক ক্যাম্প শুরু হতে যাচ্ছে। জাতীয় উশু প্রতিযোগিতায় যারা স্বর্ণ ও রোপ্য পদক পাবেন তাদেরকে উক্ত ক্যাম্পের জন্য বাছাই করা হবে।
আরআই/এমএইচ/জেআইএম