আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের পুঁজিবাজার কেন্দ্রীক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবে এমন মন্তব্য করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.) বলেছেন, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগ করার আগের যথাযথ জ্ঞান অৰ্জন করতে হবে।
Advertisement
মঙ্গলবার (২২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের অধ্যাপক ড. মো. আলী নূরের নেতৃত্বে ৮০ জন শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ডিএসই’র ট্রেনিং একাডেমিতে আসলে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন একই ডিপার্টমেন্টের অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.) বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের পুঁজিবাজার কেন্দ্রীক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবে। এ জন্য ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। এছাড়াও পুঁজিবাজারে বিনিয়োগ করার পূর্বে যথাযথ জ্ঞান অৰ্জন করতে হবে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের জ্ঞান বৃদ্ধির জন্য ডিএসই নিয়মিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই অনুষ্ঠান ডিএসই’র নিয়মিত পরিচালিত বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের একটি অংশ। আর পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য সুশাসন বৃদ্ধি করার কোন বিকল্প নেই। বর্তমানে পুঁজিবাজারের সুশাসন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
তিনি আরও বলেন, আজকের এ আয়োজন পুঁজিবাজার সম্পর্কে প্রাকটিক্যালভাবে জানার একটি বড় সুযোগ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা ডিএসই’র এই সচেতনতামূলক কর্মশালা মাধ্যমে পুঁজিবাজার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে টেকনিক্যাল বিষয়ে জানতে পারবে। এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ক্যাপিটাল মার্কেট সম্পর্কে জানার অনেক বড় একটি সুযোগ। আজকের এই প্রোগামে যা জানা যাবে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেমন কাজে আসবে, তেমনি ছাত্র-ছাত্রীদের জন্যও কাজে আসবে বলে আমি মনে করি।
পাবলিক ও প্রাইভেট ইউনিভার্টির শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমী শিক্ষা ও সচেতনতামূলক ধারাবাহিক এই কর্মশালায় ডিএসই-র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জন্য তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ হবে। কর্মজীবনে উন্নতির জন্য উচ্চ লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সে লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে কেউ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
এমএএস/এসএনআর/জেআইএম
Advertisement