রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের তথ্য এবং জরুরি সহায়তার জন্য যোগাযোগের বিমানবাহিনীর পক্ষ থেকে তিনটি নম্বর দেওয়া হয়েছে।
Advertisement
নম্বরগুলো- জরুরি সেল (২৪ ঘণ্টা): ০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ সক্রিয়)। কন্ট্রোল সেন্টার: ০১৭৬৯৯৯৩৮৮৮, ০২-৫৫০৬৩৫৭০
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের তথ্য এবং জরুরি সহায়তার জন্য যোগাযোগের বিমানবাহিনীর পক্ষ থেকে তিনটি নম্বর দেওয়া হলো। জরুরি প্রয়োজনে এ নম্বরগুলোতে যোগাযোগ করুন।
Advertisement
এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
উত্তরায় বিমানবাহিনীর যুুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আজ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা দুপুর পর্যন্ত ৩১ জন দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১৬৫ জন
টিটি/এমএএইচ/এএসএম
Advertisement