রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে আহতের সংখ্যা ১৬৫ জন। এতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
Advertisement
এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোকস্তব্ধ বাংলাদেশ। নির্বাক হয়ে আছেন অভিভাবকরা। গতকাল থেকেই নেটিজেনরা শোকাবহ পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
সাদিক খান লিখেছেন, ‘শরীরে সামান্য ফোসকা পড়লেই কতটা অসহ্য লাগে। ৭০-৮০% পোড়া শরীর নিয়ে পাখিরা কেমন আছে তাইলে!’
আয়শা আকাশী লিখেছেন, ‘শিশুদের কষ্ট দেখে, মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি। আল্লাহ ছোট ছোট শিশুদের সুস্থ করে দাও।’
Advertisement
আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় জুলাই অভ্যুত্থানকে স্মরণ গোরখোদক মনু মিয়ার মৃত্যুতে নেটজুড়ে শোকহাসনাইন হীরা লিখেছেন, ‘মাহরিন চৌধুরী। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আগুনের হাত থেকে বাঁচালেন অন্তত ২০ জন শিশুকে। তারপর নিজে মৃত্যুর ফাঁদ আর এড়াতে পারলেন না। ত্যাগী এই যোদ্ধাকে স্যালুট। অন্তিম শ্রদ্ধা।’
এম এরশাদ আলী লিখেছেন, ‘ঘটনার ভয়াবহতা বুঝতে পারলেও কাজের চাপে সেভাবে ভাবার সুযোগ হয়ে ওঠেনি। বাসে বাসায় ফেরার পথে ভিডিও আর ছবি দেখে নিজেকে আর সামলাতে পারছি না। জীর্ণ এই জুতা আর শিশুগুলোর করুণ পরিণতি ভেবে মনটা ডুকরে কেঁদে উঠছে। বারবার নিজের মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। ওই বাবা-মারা কীভাবে সইবে এই শোক?’
আরফান হোসাইন রাফী লিখেছেন, ‘দগ্ধ দেহে বেঁচে যাওয়া প্রাণ, মরার মতোই বাঁচে!’
Advertisement
আইয়ুব আল আমিন লিখেছেন, ‘আল্লাহ তুমি বাবা-মায়ের আগে তাদের ফুলের মতো সন্তানদের এভাবে নিয়ে যেও না। বাবা-মায়েরা সহ্য করতে পারে না খোদা।’
এসইউ/এমএস