জাতীয়

শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন

রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

Advertisement

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনে আগুন লাগার খবরে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে কোন ভবন সেটি এখনো জানা যায়নি।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টিটি/এমকেআর/এমএস