জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ২৪ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২২ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর মঈনুল করিম।
আদেশের পর প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ শুনানির শুরুতেই উত্তরায় বিমান বিধ্বস্তে মাইলস্টোনে নিহত-আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ট্রাইব্যুনাল। এরপর মামলার কার্যক্রম শুরু হয়।
Advertisement
তিনি বলেন, এ মামলায় ৩০ আসামির মধ্যে এখনো ২৪ জন পলাতক। তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি পৃথক দুই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে আসামিরা আদালতে হাজির না হওয়ায় পলাতক হিসেবেই এসব আসামির বিচারকাজ চলবে। তাদের পক্ষে মামলায় শুনানির জন্য চারজন আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন সচিবালয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ৮৫ জন ঢামেকে বিমান বিধ্বস্তের সময় প্রায় ৩৫০ জনের মতো শিক্ষার্থী ক্লাসে ছিলএছাড়া গ্রেফতার ছয়জনের দুইজন এখনো আইনজীবী নিয়োগ দেননি। তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন।
পলাতক ২৪ জনের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। অর্থাৎ ছয়জনের জন্য একজন করে আইনজীবী লড়বেন। একই সঙ্গে মামলায় অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করা হয়েছে।
এর আগে সকালে আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন- এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ, পুলিশ সদস্য রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
Advertisement
গত ১৩ জুলাই এ ঘটনার সঙ্গে জড়িত অন্য মামলায় গ্রেফতার রাসেল ও পারভেজকে আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পলাতক ২৪ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করতে বা তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
গত ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এছাড়া পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে, গত ২৪ জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এ ঘটনায় মোট ৩০ জনকে আসামি করা হয়।
এফএইচ/কেএসআর/এএসএম