বিনোদন

মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি : বর্ষা

মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি : বর্ষা

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় শোকে স্তব্ধ সারাদেশের মানুষ।

Advertisement

শিক্ষার্থীদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না কেউই। শোকে কাতর শোবিজ তারকারাও। চিত্রনায়িকা বর্ষা এ ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

স্ট্যাটাসে বর্ষা লিখেছেন, ‘পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠান্ডা যেখানে বেশি, সেখানে ঠান্ডা নেই। কিছুদিন পরপর দেখা যাচ্ছে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন! ওই দুর্ঘটনাগুলো অন্যরকম কিন্তু আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এ অবস্থা মেনে নেওয়া যায় না।’

বর্ষা আরও লিখেছেন, ‘জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক থাকতে বলেছেন। একটা মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আরিজ আবরারকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ, আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন আমিন।’

Advertisement

আরও পড়ুন: তৌসিফ-সাদিয়াদের রক্তের আহ্বান, কী বলছেন অন্য তারকারা কেন সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে ফিরিয়ে আনতে বললেন নিপুণ

স্ট্যাটাসের শেষে বিমান প্রশিক্ষণের ব্যাপারে বর্ষা বলেন, ‘আর এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই শুধু ক্ষেত আর পানি থাকবে। ঢাকা শহরে কীভাবে এ ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে চিন্তা করা যায়? কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? চোখ বন্ধ নয় খোলা রাখুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন আমিন।’

এমএমএফ/এলআইএ/এএসএম