জাতীয়

বিকেলে গোলাগুলি, রাতে র‍্যাব-পুলিশের অভিযানে গ্রেফতার ১০

বিকেলে গোলাগুলি, রাতে র‍্যাব-পুলিশের অভিযানে গ্রেফতার ১০

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় ‘সন্ত্রাসীদের আস্তানায়’ অভিযান চালিয়েছে র‍্যাব-পুলিশের একটি টিম। অভিযানে শটগানের কার্তুজ, চাইনিজ কুড়াল, পিস্তলের গুলি, চোলাইমদ ও গাঁজাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সোমবার (২১ জুলাই) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বোরহান উদ্দিন, শাস্ত্র মজুমদার, আল আমিন, মো. মারুফ, মিজানুর রহমান, রোকন উদ্দিন, মো. অন্তর, খড় পাল, মো. রাহাত ও মো. ফরহাদ।

আরও পড়ুন

Advertisement

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত: শিক্ষা উপদেষ্টা নিহতদের দাফনে উত্তরা ১২ নম্বরের কবরস্থানে জায়গা নির্ধারণ

পুলিশ ও র‍্যাব-৭ জানিয়েছে, সোমবার বিকেলে সন্ত্রাসী শহিদুল ইসলাম (বুইস্যা) তার সহযোগীদের নিয়ে ফরিদার পাড়া এলাকায় শোডাউন দেন। এসময় তারা প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে গুলি করতে থাকেন। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশ ও র‍্যাবকে খবর দেয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, শটগানের কার্তুজ, পিস্তলের তাজা গুলি, ইলেকট্রিক শক মেশিন, দেশে তৈরি চোলাইমদ, গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কেএসআর/এমএস