জাতীয়

মাইলস্টোনে দুই উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীদের স্লোগান

মাইলস্টোনে দুই উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীদের স্লোগান

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজ পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

Advertisement

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে যান। দুপুর সোয়া ২টার দিকে তারা সেখান থেকে বের হয়ে আসার সময় ঘিরে ধরে শিক্ষার্থীরা। এসময় পুলিশের একটি ডাবল কেবিন পিকাপ ভাঙচুরও করা হয়।

উপদেষ্টারা পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকরাও ছিলেন। সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা চলছে। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়।

পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা শেষে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এসে শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক এবং এর সঙ্গে সরকারও একমত বলে জানান আসিফ নজরুল।

Advertisement

আরও পড়ুন বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ দুই উপদেষ্টা এখনো অবরুদ্ধ, সব দাবি মেনে নিয়েছি বললেন আসিফ নজরুল

শিক্ষার্থীদের সব দাবি ‘মেনে নেওয়ার’ আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি মানা হয়নি অভিযোগ তুলে লাশের প্রকৃত তথ্য জানতে চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। ক্যাম্পাসটির বিভিন্ন অংশে জড়ো হয়ে বিক্ষোভ করছে তারা। এসময় শিক্ষার্থীদের ‘বিচার চাই, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আসিফ নজরুলের গদিতে আগুন জ্বালো একসাথে’ স্লোগান দিতে দেখা যায়।

আইন উপদেষ্টা কথা শেষ হওয়ার পরপরই তাদের ওপর চড়াও হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তারা সেখানে দাঁড়িয়েই ‘লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

শিক্ষার্থীদের দাবি নিয়ে সরকারের অবস্থান জানিয়ে দেওয়ার পর দুই উপদেষ্টা এবং প্রেস সচিব ভবনে সম্মেলন কক্ষে আবার চলে যান। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিপুল সংখ্যক পুলিশ ঢুকতে দেখা যায়।

Advertisement

উত্তরা বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক হিসাব প্রকাশসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল ও কলেজ শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টা থেকে দুই উপদেষ্টা স্কুলটির ভবন ৫-এ অবরুদ্ধ হয়ে আছেন। সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শনে যান তারা।

এসএম/এমএএইচ/এএসএম