বিমান বিধ্বস্তের ঘটনায় ৬ দফা দাবিতে আন্দোলনের মুখে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৫ নম্বর ভবনে শতাধিক পুলিশকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাস থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দিচ্ছেন।
Advertisement
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার পর এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা ৫ নম্বর ভবনের দিকে ইট ছুড়ে মারছেন। এতে ভবনের গ্লাস ভেঙে গেছে।
এর আগে দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বের হয়ে আসেন।
আরও পড়ুন দুই উপদেষ্টা ও প্রেস সচিব এখনো অবরুদ্ধতবে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুই উপদেষ্টা ও প্রেস সচিব আবারও কলেজের ভেতরে ঢুকে যান। তারাও সেখানে অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানা গেছে।
Advertisement
এদিকে, শিক্ষার্থীদের ৬টি দাবির প্রতিটিই যৌক্তিক বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।
এর আগে গতকাল সোমবার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছেন বলে জানিয়েছে আইএসপিআর।
আরএএস/এমকেআর/এএসএম
Advertisement