বিনোদন

মাইলস্টোন ট্র্যাজেডিতে যে সিদ্ধান্ত নিলেন আরশ খান

মাইলস্টোন ট্র্যাজেডিতে যে সিদ্ধান্ত নিলেন আরশ খান

বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে অনেক শিক্ষার্থী ছিল। এদের অধিকাংশই হতাহত হয়েছে।

Advertisement

এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শিক্ষার্থীদের মর্মান্তিক হতাহতের ঘটনায় সবাই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন। শোবিজ তারকাদেরও এ দুর্ঘটনায় বিষাদে মন ভরে গেছে। দেশের এমন হৃদয়বিদারক ঘটনায় পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের নাটক মুক্তি না দিতে অনুরোধ জানিয়েছেন অভিনেতা আরশ খান।

সোমবার (২১ জুলাই) রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, ‘সাধারণ জনগণের মানুষিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী সাতদিনের জন্য আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’

আরও পড়ুন: তৌসিফ-সাদিয়াদের রক্তের আহ্বান, কী বলছেন অন্য তারকারা কেন সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে ফিরিয়ে আনতে বললেন নিপুণ

আরশ খান এর আগে উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এসেছিলেন। লাইভে এসে তিনি বলেন, ‘যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন, তাদের মধ্যে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা এগিয়ে আসুন। পজিটিভ অনেক রক্ত পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এগিয়ে আসুন। বিশেষ করে উত্তরা মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে।’ এমএমএফ/এএসএম

Advertisement