মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়ে মুন্না বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাকে কোনোভাবে শুধু মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ত্রুটির কারণে ঘটেছে বলে সরকার দায় এড়াতে পারে না।
Advertisement
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক মুক্তিজোট আয়োজিত ‘বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ ও মানববন্ধন’ শীর্ষক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের যথাযথ চিকিৎসার সব ধরনের সহায়তা সরকারকে নিশ্চিত করতে হবে এবংবিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
এই দুর্ঘটনাকে স্মরণকালের ইতিহাসের অন্যতম দুঃখজনক ও ভয়াবহ দুর্ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তুলে বলেন, বসতিপূর্ণ এলাকায় এমন বিমান চলাচল বা প্রশিক্ষণের যৌক্তিকতা কী? বিমানবন্দর এখন জনবসতিপূর্ণ এলাকার মাঝে আটকে পড়েছে, যা নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে ঢাকায় সব ধরনের বিমানের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করে তা সিলেট, চট্টগ্রাম বা দিনাজপুরে করা হোক। কারণ এসব বিমানবন্দর বসতিপূর্ণ এলাকার বাইবে। প্রয়োজনে বসতিপূর্ণ এলাকার বাইরে সুমদ্র বা নদীর চরে বিমানবন্দর করে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করারও দাবি করেন তিনি।
Advertisement
দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আবু লায়ে মুন্না বলেন, আহতদের দ্রুত চিকিৎসায় সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
বাংলাদেশ শ্রমিক মুক্তিজোটের আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম খোকনের সভাপতিত্বে কর্মসূচিতে যুব মুক্তিজোটের আহ্বায়ক মো. আব্দুল আওয়াল, শ্রমিক মুক্তিজোটের উপদেষ্টা মো. ইমন বারিক ও ইঞ্জিনিয়ার হাবিবসহ মহানগরের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এনএস/ইএ/জিকেএস
Advertisement