রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী উক্য সাইন মারমা (১৩) মারা গেছে।
Advertisement
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) রাত ৩টায় মৃত্যুবরণ করে সে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে উক্য সাইন মারমার বাবা উসাই মং মারমা।
নিহত উক্য সাইন মারমা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা শিক্ষক দম্পতি উসাই মং মারমা ও তেজিপ্রু মারমার একমাত্র সন্তান। উক্যা সাইন মাইলস্টোন কলেজের আবাসিক ছাত্র ছিল।
নিহত উক্য সাইনের খালা মেম্যা সাইন বলেন, উক্যা সাইনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর উক্যা সাইনের বাবা-মা ও স্বজনরা। বুধবার উক্যা সাইন মারমার দাহক্রিয়া অনুষ্ঠিত হবে।
Advertisement
নিহত উক্য সাইনের বাবা উসাইমং মারমা রাজস্থলী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের কৃষিশিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আর মা তেজিপ্রু মারমা বান্দরবানের রুমা উপজেলা ক্যটেইন পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।
আরমান খান/এফএ/জেআইএম