খেলাধুলা

৮ বছরের অপেক্ষার প্রহর শেষ করে ইংল্যান্ডের টেস্ট একাদশে ডাউসন

৮ বছরের অপেক্ষার প্রহর শেষ করে ইংল্যান্ডের টেস্ট একাদশে ডাউসন

প্রায় ৮ বছরের প্রহর শেষ করে টেস্ট ক্রিকেটে ফিরেছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডাউসন। ভারতের বিপক্ষে আগামীকাল বুধবার বিকাল ৪টা থেকে শুরু হতে যাওয়া ম্যানচেস্টার টেস্টে খেলবেন এই অলরাউন্ডার।

Advertisement

গতকাল সোমবার ম্যানচেস্টার টেস্টের একাদশ ঘোষণা করে ইংল্যান্ড। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিক ইংল্যান্ড সিরিজ নিশ্চিতের ম্যাচে নিজেদের লাইনআপে অন্তর্ভুক্ত করে ডাউসনকে।

ইনজুরিতে পড়া শোয়েব বশিরের পরিবর্তে ডাউসনকে একাদশে নিয়েছে ইংল্যান্ড। লর্ডস টেস্টে চোট পেয়েছিলেন স্পিনার বশির। পরে তার বাঁ হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হয়। ফলে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে পড়েন ডানহাতি ইংলিশ স্পিনার।

৩৫ বছর বয়সী ডাউসন শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, নটিংহামে। তার অভিষেক হয়েছিল ২০১৬ সালের ভারত সফরে, চেন্নাই টেস্টে। লম্বা বিরতির পর এখন আবার সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরছেন তিনি।

Advertisement

ডাউসন এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন। ৭ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৮৪ রান, সর্বোচ্চ অপরাজিত ৬৬। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে ঘুরে বেড়ালেও প্রথম শ্রেণির ক্রিকেটে বিপুল অভিজ্ঞতা রয়েছে তার। ২১২টি ম্যাচে ডাউসন করেছেন ১০,৭৩১ রান ও নিয়েছেন ৩৭১টি উইকেট।

ডাউসনের ফেরা নিয়ে সতীর্থ হ্যারি ব্রুক বলেন, সে (ডাউসন) একজন বুদ্ধিমান অভিজ্ঞ ক্রিকেটার, খেলেছে বিশ্বজুড়ে, সব দলের বিপক্ষে। তার অভিজ্ঞতা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আশা করি সে দারুণ কিছু করবে এই সপ্তাহে।

ডসনের অন্তর্ভুক্তি ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করেছে।

ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের একাদশ:

জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডাউসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আরচার।

Advertisement

এমএইচ/জেআইএম