কয়লাআবু আফজাল সালেহ
Advertisement
আমরা কয়লা ভালোবাসিতা হোক লাশের কয়লা কিংবা বস্তির কয়লা।ঢং করতে কয়লামুখ লুকাতে কয়লামুখোশ করতে কয়লা।
ফায়দা লুটতে কয়লার কারবারকয়লার মাখামাখিক্ষমতার কাছাকাছি থাকে কয়লা।
তাই তো কয়লা এত ভালোবাসি!
Advertisement
****
অঙ্গার হলো ফুলেরাবিলকিস নাহার মিতু
ফুলগুলো সব ঝরে গেলো কান্নার আহাজারি,হলো না আর ওদের ফেরানিয়ম মাফিক বাড়ি।
চিরদিনের ছুটির ঘণ্টাপেয়ে গেলো ওরা,রাষ্ট্র শুধু শোকের নামেদেবে ফুলের তোড়া।
Advertisement
মা পাচ্ছে না খুঁজে শিশুযায় না চেনা দেহ,অঙ্গার হলো শরীরগুলোমাখতো যেথায় স্নেহ।
আর্তনাদে আকাশ-বাতাস ছেয়ে গেছে সব,রহম করো করুণাময় ও ক্ষমাশীল রব।
****
ফুলগুলো ফুটতেই ঝরে গেলোবিপুল চন্দ্র রায়
মাইলস্টোন স্কুলের আঙিনায়দগ্ধ ফুলে গেছে ভরে,আজ বিষাদের ছায়া, স্তব্ধ বাতাস।কলিতে ফোটেনি ফুল,ফোটার আগেই ঝরে গেলো শত স্বপ্ন।প্রজাপতি হয়ে ওড়ার ছিল সাধ,আঁকা ছিল ভবিষ্যতের পথ।আজ সে পথ ধূসর, বিবর্ণ ফুল।
এসইউ/জিকেএস