জাতীয়

নিহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ শিক্ষার্থীদের

নিহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ শিক্ষার্থীদের

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত তারা কলেজ ক্যাম্পাস ও দিয়াবাড়ি মোড়ে বিক্ষোভ করেছেন তারা।

Advertisement

এদিকে সকাল ১০টার দিকে ওই কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বেলা সাড়ে ১১টায় তারা কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করলে আবার তারা তোপের মুখে পড়েন। এসময় তারা কলেজের ৫ নম্বর ভবনে আশ্রয় নেন।

মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাহিন ইসলাম বলেন, ‘বিমান দুর্ঘটনার সময় আমি কলেজের হোস্টেলে ছিলাম। দৌড়ে ক্যাম্পাসে এসে দেখি শিক্ষার্থীরা আগুনে ছটফট করছে। আগুন নেবার পর দেখেছি অন্তত ৪০ জন ঘটনাস্থলেই মারা গেছে। অথচ সোমবার রাতে বলা হয়েছে ৯ জন মারা গেছে। আবার উদ্ধার অভিযান শেষে ঘোষণার পর রাত ১২টায় অনেকগুলো অ্যাম্বুল্যান্স ক্যাম্পাসে প্রবেশ করেছে। পরে কলেজ ক্যাম্পাস থেকে অনেকগুলো মরদেহ বের করা হয়েছে। এছাড়া অনেক অভিভাবক এখন তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না।’

তাই এই বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশের দাবিসহ আহতদের নির্ভুল-পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাওয়া, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করা এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করার দাবিতে আমরা বিক্ষোভ করছি।

Advertisement

এমএমএ/এমআইএইচএস/জিকেএস