ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা বিকেল সাড়ে চারটায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর নগরীর সপুরা গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
Advertisement
পাইলট তৌকিরের মেজ চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মৃত্যুর খবর শোনার পর সগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে আনা হবে। এরপর দুপুরে রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে।
যদিও আগে পাইলট তৌকির ইসলামের জানাজা দুপুরে রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে হওয়ার কথা জানিয়েছিল তার পরিবার।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে নিহত পাইলট তৌকিরের বাড়িতে। সকাল থেকে আত্মীয়-স্বজন ও পরিবার পরিজন আসছেন। শেষ মুহূর্তে এক নজর দেখতে তারা অপেক্ষায় আছেন।
Advertisement
সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস