জাতীয়

এখনো সন্ধান মেলেনি আফসানার, মায়ের জন্য কান্নাকাটি করছে ওহি

এখনো সন্ধান মেলেনি আফসানার, মায়ের জন্য কান্নাকাটি করছে ওহি

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ২৩ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি আফসানা আক্তার প্রিয়ার (২৮)। তার সন্তান আফসান ওহি স্কুলটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ওহিকে আনতে তার মা আফসানা আক্তার প্রিয়া স্কুলে গিয়ে নিখোঁজ হন।

Advertisement

নিখোঁজ আফসানার পরিবার বলছে, মায়ের জন্য গতকাল থেকে কান্নাকাটি করছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আফসান ওহি।

শিক্ষার্থী ওহির চাচা হাসিবুল জাগো নিউজকে বলেন, গতকাল থেকে খোঁজ করছি কিন্তু কোথাও পাচ্ছি না ভাবিকে। সবগুলো হাসপাতাল, মর্গ এমনকি দুর্ঘটনাস্থলেও খোঁজা হয়েছে কিন্তু সন্ধান মেলেনি। আমাদেরকে জানানো হয়েছে থানায় একটি নিখোঁজের জিডি করার জন্য।

ওহির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গতকাল স্কুল থেকে বাসায় এসে মাকে না পেয়ে কান্নাকাটি করছে। খেতে গেলেও মায়ের কথা বলছে ওহি। কোনোভাবেই এই ছোট শিশুকে বোঝানো যাচ্ছে না। পরিবারের সবাই ওহিকে সময় দিচ্ছে।

Advertisement

এর আগে, দুপুরে স্কুল ছুটির পর ওহিকে আনতে স্কুলে যান তার মা আফসানা আক্তার প্রিয়া। ছেলের সঙ্গে মায়ের দেখাও হয়। স্কুল ব্যাগটি কাঁধ থেকে খুলে ওহি তার মাকে দেয়। এরপরেই ভয়াবহভাবে বিমানটি বিধ্বস্ত হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। আহতদের মধ্যে ৫০ জনের বেশি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সরকার এ ঘটনায় আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

টিটি/এসএনআর/জিকেএস

Advertisement