দেশবরেণ্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় বর্তমানে একটি রিহ্যাব সেন্টারে আছেন এবং ধীরে ধীরে উন্নতি করছেন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি কানাডায় এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। সেই দুর্ঘটনায় তার তিন বন্ধু মারা গেলেও তিনি বেঁচে যান। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি রিহ্যাব সেন্টারে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
গেল এপ্রিলে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কুমার বিশ্বজিৎ ছেলের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছেন এবং মাঝে মাঝে তার সাথে দেখা করতে যান। তিনি দেশবাসীর কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, ‘সুস্থতার অপেক্ষা করছি। অপেক্ষা ছাড়া পথ নেই। সবার কাছে আশীর্বাদ চাই, যেন সব ঠিক হয়ে যায়।’
একমাত্র সন্তানের সুস্থতার অপেক্ষায় থাকা তার পিতৃহৃদয় এবার শোকে আচ্ছন্ন হলো উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মৃতদের জন্য। আহতদের সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি।
একটি ফেসবুক পোস্টে শিল্পী লিখেছেন, ‘মাইলস্টোন ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা কোমলমতি যে নিষ্পাপ শিশুরা আহত হয়ে হাসপাতালে আছে, তাদের আপনি দ্রুত সুস্থতা দান করুন।’
Advertisement
সংগীতাঙ্গনের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর শোকবার্তায় স্পষ্ট হয়ে উঠেছে ঘটনাটির অভিঘাত কতটা গভীরভাবে তাকে স্পর্শ করেছে। তার এই আবেগঘন বার্তায় শামিল হয়েছেন অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ।
আরেক পোস্টে তিনি রক্ত দাতাদের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি মিরপুরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রমোশনাল ড্রোন বিমানের পতনে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে হতাহত হয় একাধিক শিক্ষার্থী।
এলআইএ/জিকেএস
Advertisement