জাতীয়

মাইলস্টোনে শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা

মাইলস্টোনে শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Advertisement

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা মাইলস্টোন কলেজে আসেন। বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে ফেরার পথে শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় অধ্যাপক আসিফ নজরুল মাঠের কোনে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে তিনি কলেজের ৫ নম্বর ভবনের দিকে আসেন। তখনো শিক্ষার্থীরা পেছন থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ

এরপর আইন উপদেষ্টাসহ প্রতিষ্ঠানটির শিক্ষকরা ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে প্রবেশ করেন। সভা কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ওই কক্ষে প্রবেশ করেন। পরে সেখানে ৫-৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে নেওয়া হয় আলোচনার জন্য।

আরও পড়ুন 

Advertisement

জানালার পাশে ঝুলছিল শিশুদের হাত, দেহগুলো পড়েছিল নিচে

এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়। তারা দুর্ঘটনার সুষ্ঠু বিচার, লাশের সঠিক হিসাবসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করছেন।

এসএম/ইএ/জেআইএম