জাতীয়

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য উপদেষ্টা

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য উপদেষ্টা

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

Advertisement

মঙ্গলবার (২২ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ইনস্টিটিউটে পৌঁছান তিনি। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ তিনি ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দগ্ধদের চিকিৎসা, সেবার মান ও অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তার সঙ্গে চিকিৎসকদের একটি দলও যান সেখানে।

এর আগে সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. সায়েদুর রহমান জানান, ভয়াবহ ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। এখনও ৭টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। এর মধ্যে ৬টি মরদেহ বার্ন ইনস্টিটিউটের মর্গে এবং একটি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মরদেহগুলো অজ্ঞাতপরিচয়ে সংরক্ষিত আছে। একই সঙ্গে নিহত পাইলটের মরদেহও এখনো মর্গে রয়েছে।

ইএআর/এসএনআর/জিকেএস

Advertisement