বিনোদন

বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ

বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ

বাংলাদেশে প্রথমবার পারফর্ম করতে আসছেন বিশ্বখ্যাত ডিজে জাই উলফ। কক্সবাজারে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে বাজবে তার সংগীতের সুর।

Advertisement

জাই উলফের আসল নাম সাজিব সাহা। জন্মসূত্রে বাংলাদেশি হলেও বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। আজ তিনি বিশ্বের সেরা ইলেকট্রনিক সংগীত প্রযোজকদের একজন। তার তৈরি ‘ইন্ডিয়ান সামার’, ‘স্টারলাইট’, ‘দিস সং রিমাইন্ডস মি অব ইউ’–এর মতো মেলোডিক ও আবেগঘন হিট ট্র্যাক শ্রোতাদের মনে দাগ কেটেছে বহুদিন ধরেই।

কোচেলা ও লোলাপালুজার মতো বিশ্বসেরা মিউজিক ফেস্টিভ্যালে পারফর্ম করে এরইমধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এবার প্রথমবারের মতো বাংলাদেশে লাইভ পারফর্ম করতে আসছেন তিনি। ২০২৬ সালের ২৯-৩১ জানুয়ারি কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। সেখানে হেডলাইন পারফর্মার হিসেবে মঞ্চ কাঁপাবেন জাই উলফ।

Advertisement

আয়োজকদের মতে, প্রকৃতি আর আধুনিক আলোর সমন্বয়ে নির্মিত ফেস্টিভ্যালের মনোমুগ্ধকর পরিবেশে জাই উলফের আবেগঘন ইলেকট্রনিক সংগীত শ্রোতাদের নিয়ে যাবে এক ভিন্ন জগতে। বাংলাদেশে তার এই অভিষেক শোকে কেন্দ্র করে এরইমধ্যে সংগীতপ্রেমীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশি লোকসংগীতের সঙ্গে ইলেকট্রনিক ফিউশনের বিশেষ পরিবেশনা দেখা যেতে পারে এবারের আয়োজনে। এটি বিশ্বসংগীতের ক্ষেত্রেও এক নতুন ধারা তৈরি করতে পারে।

কক্সবাজারে অবিশ্বাস্য লাইটিং, মনোমুগ্ধকর ভিজ্যুয়াল এফেক্ট এবং সাগরের ঢেউয়ের গর্জনের সঙ্গে মিশে যাবে জাই উলফের সুর।

টিকিট নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, প্রস্তুতি নিচ্ছেন সংগীতপ্রেমীরা। আর ফেস্টিভ্যাল ও জাই উলফের পারফরম্যান্স সংক্রান্ত সকল আপডেটের জন্য নজর রাখতে পারেন বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজে।

Advertisement

এলআইএ/জিকেএস