দেশজুড়ে

তালাবদ্ধ ঘরে মিললো কারখানা কর্মকর্তার রক্তাক্ত মরদেহ

তালাবদ্ধ ঘরে মিললো কারখানা কর্মকর্তার রক্তাক্ত মরদেহ

গাজীপুরের কোনাবাড়িতে এক কারখানা কর্মকর্তাকে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ জুলাই) বিকেলে তালাবদ্ধ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

কোনাবাড়ি থানাধীন আমবাগ মধ্যপাড়ার আতাউর মার্কেট এলাকার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ফ্ল্যাটে ভাড়া থেকে গাজীপুর ফিড মিল লিমিটেড কারখানায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন রফিকুল।

Advertisement

রোববার বেলা ১১টার দিকে তার মোবাইলে একাধিকবার ফোন দিলে বন্ধ পান ছেলে। একপর্যায়ে তার খোঁজ নেওয়ার জন্য অফিস থেকে দুই কর্মচারীকে বাসায় পাঠানো হয়। তারা বাসায় গিয়ে দরজায় তালাবদ্ধ দেখতে পান। দুপুরে তারা ওই বাড়ির মালিককে সঙ্গে নিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর রফিকুলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

এসময় ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জিএমপির কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন বলেন, মরদেহ খাটের ওপর পড়েছিল। তার মাথায় ও ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জিকেএস