দেশজুড়ে

সীতাকুণ্ডের ডিসি পার্কে বড়শিতে মাছ ধরা উৎসব

সীতাকুণ্ডের ডিসি পার্কে বড়শিতে মাছ ধরা উৎসব

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ডিসি পার্কে বড়শি দিয়ে মাছ ধরা উৎসব হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসব শেষ হয়।

Advertisement

জানা যায়, শৌখিন মৎস্য শিকারিরা শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার পরপর লটারির মাধ্যমে তাদের সিট বুঝে নেন। এর পর মাছ শিকার শুরু করেন তারা। উৎসবে সাড়ে ১১ কেজি ওজনের রুই মাছ পেয়ে প্রথম পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের পটিয়া থানার নাজিম উদ্দীন রনি।

এসময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রনি বলেন, ডিসি পার্ক পুকুরে এবার ছাড়াও আরও ১৪ বার মৎস্য উৎসবে এসেছি। এবারের থেকেও আরও বড় মাছ পেয়েছি। বড়শি প্রতিযোগিতা মূলত আনন্দের বিষয়। আর ডিসি পার্কে বড়শি প্রতিযোগিতা আলাদা আনন্দের বিষয়। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় সিটের মূল্য নির্ধারণ আরেকটু কম করে পুরস্কার আকর্ষণীয় করা যায় কিনা দেখার অনুরোধ করছি।

উৎসব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় উপ-পরিচালক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শরিফুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

Advertisement

অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শৌখিন মৎস্য শিকারিরা ডিসি পার্ক পুকুরে মাছ ধরেছেন। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের উৎসবে আমরা আরও নতুনত্ব নিয়ে আসবো। সিট প্রতি টিকেটের হারও কিছুটা কমিয়ে আনা যায় কিনা চিন্তা করবো।

এসময় জেলা নাজির মো. জামাল উদ্দিন, ডিসি পার্কের ইনচার্জ মো. আব্দুর রশিদ ও সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এম মাঈন উদ্দিন/এমএন/জেআইএম

Advertisement