চলতি মাসের ২৪ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Advertisement
রোববার (২০ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে ২/৩ দিন বৃষ্টি থাকবে। উপকূলীয় জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। লঘুচাপের আগে দেশে কোথাও কম কোথাও বেশি বৃষ্টি হতে পারে। এ সময় ভ্যাপসা গরম থাকতে পারে।
তিনি জানান, আজ রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
Advertisement
আজ খুলনা ও বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা (১-২) ডিগ্রি সে। কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া আগামী সোম ও মঙ্গলবার ঢাকায় বৃষ্টি কম হতে পারে। এ সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
আরএএস/এমআরএম/এএসএম
Advertisement