জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী জুলাই পদযাত্রায় রোববার (২০ জুলাই) রাঙ্গামাটিতে পথসভায় যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে শহরের বনরুপা এলাকায় করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Advertisement
জানা যায়, রাঙ্গামাটির ঘাগড়া থেকে শুরু হয়ে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাটি শহরের শিল্পকলা রোড হয়ে বনরূপা সিএনজি চত্বরে গিয়ে শেষ হবে। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শহরের ভেদভেদী, কলেজগেট, রাজবাড়ী, হ্যাপীরমোড়, বনরুপায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে।
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা বক্তব্য দেবেন। এই পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে।
এনসিপির রাঙ্গামাটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা জানান, জুলাই পদযাত্রা সফল করতে রাঙ্গামাটির দশ উপজেলার পার্টির সংগঠকেরা নিরলসভাবে কাজ করছেন। কর্মী-সমর্থকসহ রাঙ্গামাটির আপামর পাহাড়ি-বাঙালি মানুষ জুলাইয়ের বীর যোদ্ধাদের স্বাগত জানাতে প্রস্তুত।
Advertisement
তিনি আরও বলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম থেকে সকাল ১০ টায় রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। দুপুর থেকে বিকেলে ৩টা পর্যন্ত পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করা হবে। বনরূপায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পাশে অস্থায়ী মঞ্চে পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। পথসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।
আরমান খান/এমএন/জেআইএম