জাতীয়

অস্ত্রসহ কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’ এর ৪ জন গ্রেফতার

অস্ত্রসহ কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’ এর ৪ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’ এর ৪ সদস্যকে দেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

Advertisement

রোববার (২০জুলাই) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলো, কিশোর গ্যাং সদস্য তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)।

এসময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র ১টি সামুরাই ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

Advertisement

খান আসিফ তপু বলেন, শনিবার (১৯ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে মোহাম্মদপুর থানা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশি অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ অভিযান পরিচালনা করে মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করে।

তিনি বলেন, আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রপ’ এর সদস্য। তারা প্রকাশ্য দিবালোকে ও রাতের অন্ধকারে সাধারণ জনগণকে ধারালো অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র জোর করে কেড়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

কেআর/এসএনআর/এএসএম

Advertisement