বিনোদন

সপ্তাহ পার হতেই মুখ থুবড়ে পড়েছে ‘মালিক’

সপ্তাহ পার হতেই মুখ থুবড়ে পড়েছে ‘মালিক’

বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের ‘মালিক’ সিনেমাটি বক্স অফিস কালেকশনের অষ্টম দিনে মন খারাপের খবর পাওয়া গেছে। নির্মাতা পুলকিত সম্রাট পরিচালিত সিনেমাটির গল্প ভক্তদের মন জয় করেছে। বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের এই অ্যাকশন ড্রামা সিনেমায় শক্তিশালী অভিনয় আরও একবার ভক্তদের মুগ্ধ করেছে। ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমারের ‘মালিক’।

Advertisement

‘মালিক’র হাতধরে আবারও একবার নিজের দাপুটে স্টাইলে ফিরলেন রাজকুমার। আজ (১৯ জুলাই) সিনেমাটি মুক্তির সপ্তাহ পার হয়ে আট দিনে পড়েছে। এমন অবস্থায় ‘মালিক’র শুক্রবারের প্রাথমিক পরিসংখ্যান এবার প্রকাশ করা হয়েছে। রাজকুমার রাওয়ের সিনেমা ‘মালিক’ মুক্তির ঠিক এক সপ্তাহ পর একটি বড় সিনেমা মুক্তি পেল, যা তার জন্য সমস্যা তৈরি করতে পারে। শুক্রবার বক্স অফিসে মুক্তি পেয়েছে আহান পাণ্ডের প্রথম সিনেমা ‘সাইয়ারা’। এমন পরিস্থিতিতে বক্স অফিসে দুই সিনেমার মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে যাচ্ছে।

এবার আসা যাক ‘মালিক’ প্রসঙ্গে। সিনেমাটিতে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাচ্ছে রাজকুমারকে। রাজকুমার ছাড়াও এ সিনেমায় রয়েছেন মানুষি ছিল্লার, সৌরভ শুক্লা, হুমা কুরেশি, অংশুমান পুষ্কর এবং স্বানন্দ কিরকিরে। রাজকুমারের সিনেমা ‘মালিক’ প্রথম দিনে ৩ দশকিম ৭৫ কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে শুক্রবারের ‘মালিক’র প্রাথমিক কালেকশন প্রকাশ্যে এসেছে। বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন বলছে, ‘মালিক' অষ্টম দিনে মাত্র ৫১ লাখ রুপি সংগ্রহ করেছেন। ‘মালিক’র মোট সংগ্রহের কথা বললে, এটি এখন পর্যন্ত ২১.৭১ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন: রাজকুমারের ‘মালিক’ প্রথম দিনেই সাড়া ফেলেছে

মুক্তির পর থেকে ‘মালিক’ সিনেমাটি প্রতিদিন কত আয় করেছে তা জেনে নেওয়া যাক- প্রথমদিন ৩ দশমিক ৭৫ কোটি, দ্বিতীয় দিন ৫ দশমিক ২৫ কোটি, তৃতীয়দিন ৫ দশমিক ২৫ কোটি, চতুর্থ দিন ১ দশমিক ৭৫ কোটি, পঞ্চম দিন ১ দশমিক ৭৫ কোটি, ষষ্ঠ দিন ১ দশমিক ৭৫ কোটি, সপ্তম দিন ১ দশমিক ৩৫ কোটি, অষ্টম দিন ৫১ লাখ রুপি।

Advertisement

রাজকুমার রাও সিনেমা মুক্তির আনন্দের মাঝে কয়েকদিন আগে সংসারজীবনের সুখবর দিয়েছেন। তিনি ও তার স্ত্রী পত্রলেখা এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা বাবা-মা হতে যাচ্ছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে অভিনন্দনের জোয়ার।

ইনস্টাগ্রামে বাচ্চার দোলনার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বেবি অন দ্যা ওয়ে’। এর সঙ্গে রাজকুমার ছোট এবং ভালোবাসাভরা এক ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ আনন্দিত’।

রাজকুমার আর পত্রলেখার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্তরা এবং বলিউডের তারকারা শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন। অভিনেতা বরুণ ধাওয়ান লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেত্রী সোনম কাপুর কমেন্টে লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য খুব আনন্দের খবর।’ পুলকিত সম্রাট লিখেছেন, ‘অভিনন্দন বন্ধুরা।’ নেহা ধুপিয়া লিখেছেন, ‘আপনাদের দুজনকে অভিনন্দন।’ কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান এই তারকা দম্পতির উদ্দেশে লিখেছেন, ‘শেষ পর্যন্ত সবাইকে জানালে। আমার জন্য এই গোপন কথা আড়াল করে রাখা খুব মুশকিল হচ্ছিল। অভিনন্দন।’

এমএমএফ/এএসএম

Advertisement