রাজনীতি

বাঁশখালীতে এনসিপির সংগঠককে মারধরের অভিযোগ

বাঁশখালীতে এনসিপির সংগঠককে মারধরের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংগঠককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী থানা থেকে কিছুটা দূরে ফরহাদ-নোমান ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

হামলায় আহত তানভীর কাদের সিকদার (২৩) এনসিপির বাঁশখালী উপজেলার সংগঠক। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় কর্মসূচির প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালায় বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতারা জানান, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে কয়েকটি অটোরিকশা নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন তানভীর। সেসময় একদল যুবক এসে তাদের ব্যানার কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তানভীরের ওপর হামলা করে।

Advertisement

আহত তানভীর কাদের বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গণ্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান লেয়াকত আলীর অনুসারীরা এসে আমাদের ব্যানার কেড়ে নেয় ও পুড়িয়ে দেয়। তারা আমার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়।’

আরও পড়ুন শিলং থেকে ‌‘নব্য গডফাদার’ এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলার অভিযোগ

এ ঘটনার আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক বক্তব্যের জেরে বাঁশখালী পৌরসভায় বিক্ষোভ করে বিএনপি।

স্থানীয়রা জানান, শনিবার কক্সবাজারের চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর প্রতিবাদে বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার থেকে বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী কুশপুতুল দাহ করেন।

হামলার বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ বলেন, ‘জুলাই পদযাত্রার প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীরা আমাদের সংগঠক তানভীর কাদেরের ওপর হামলা চালিয়েছেন।’

Advertisement

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা লেয়াকত আলী। তিনি বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। আমার কোনো নেতাকর্মী এই হামলা বা মারধরের সঙ্গে জড়িত নয়। আমাদের কর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল করে বাড়ি ফিরে গেছে। হামলার অভিযোগ পুরোপুরি মিথ্যা।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা হামলার খবর শুনেছি। মাথা ফাটানো বা ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে জেনেছি, তবে বিস্তারিত তথ্য এখনো পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

কেএসআর/এএসএম