বেকারত্ব দূরীকরণ ও অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকা থেকে ১৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে ‘মিস্ট্রাল এআই’ নামের একটি অনলাইন প্রতারক চক্র।
Advertisement
জানা যায়, পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের প্রধান সমন্বয়কারী এবং গুগলের সহযোগী প্রতিষ্ঠান মিস্ট্রাল এআই নাম উল্লেখ করে সদস্যদের মাত্র ৪০ দিনে জমাকৃত মূলধনের কয়েকগুণের বেশি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি প্রতিদিনের একটি আকর্ষণীয় বোনাসসহ নির্ভেজাল সুখী জীবনের স্বপ্ন দেখানো হয়। এতে ঈশ্বরদীর ১৮৮৭ জন প্রতারকের খপ্পরে পড়ে তাদের সংস্থার সদস্য পদ গ্রহণ করেন এবং ১৫ কোটি টাকা জমা দেন।
জুন মাসে প্রতারকরা গ্রাহকদের ১৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। প্রতারকদের গ্রেফতার ও জমাকৃত টাকা ফেরতের দাবিতে শনিবার (১৯ জুলাই) ঈশ্বরদী রেলগেট খায়রুজ্জামান বাস টার্মিনাল চত্বরে মানববন্ধনও করেন তারা।
মানববন্ধন ও ঈশ্বরদী থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুলাডুলি ইউনিয়নের কলেজ পাড়ার মৃত করিম খানের ছেলে বাদল হোসেন খান মাহফুজ (৪৫), মো. আব্দুল বারেক খান (৪২), মো. বিপ্লব খান (৩৮), ঈশ্বরদী পৌরসভা এলাকার বকুলের মোড় মশুড়িয়া পাড়া এলাকার মো. ইয়াছিন হোসেন (৪৪), উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী এলাকার মো. জাহিদ হোসেন (৩৫) এবং নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন গড়মাটি এলাকার মো. ফারুক হোসেন চলতি বছরের জুন মাসে ঈশ্বরদীতে একটি সেমিনারের মাধ্যমে গ্রাহকদের অনলাইন ব্যবসার কথা বলে সরাসরি এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হন।
Advertisement
অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অভিযুক্ত মো. ইয়াছিন হোসেন বলেন, ‘আমাকে তারা টাকা সংগ্রহে শুধু ব্যবহার করেছে। তাছাড়া আমি নিজেও তাদের কাছে ধরা খেয়েছি। আমার নিজেরও অনেকগুলো টাকা তাদের কাছে রয়েছে।’
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, গ্রাহকের ১৫ কোটি টাকা আত্মসাৎ করে একটি প্রতারক চক্র পালিয়ে গেছে মর্মে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
শেখ মহসীন/এফএ/এএসএম
Advertisement